করোনায় চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৫ জনের মৃত্যু

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। আর শনাক্ত হয়েছেন ১০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ১২৯ জন।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে জেলার পাঁচজন ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার (৪ জুন) পর্যায়ক্রমে তারা মারা যান।

তিনি আরও জানান, জেলায় ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৬, শিবগঞ্জে ৩১, গোমস্তাপুরে ২৪ ও ভোলাহাটে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার প্রায় ৬০ শতাংশ।

জেলায় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৮ জনের নমুনা পরীক্ষায় দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১১ শতাংশ।

আরও পড়ুন:

 নবাবগঞ্জে ১০ জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

কারাগারে ছেলের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে বাবার মামলা

 বজ্রপাতে একদিনে প্রাণ গেল ১০ জনের

 এবার ফেসবুকে ২ বছরের জন্য নিষিদ্ধ ট্রাম্প

 

শনিবার (৬ মে) আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় সকাল থেকে তার বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

news24bd.tv নাজিম