বর্তমান সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।

আজ শনিবার (৫ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।  

দলীয় নেতাকর্মীদের মির্জা ফখরুল বলেন, আপনারা হতাশ হবেন না। লড়াই করেই এগিয়ে যেতে হবে। দানব সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে। এ সময় অতি দ্রুত সুস্থ হয়ে খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

এবার ইন্দোনেশিয়ান ভাষায় হিরো আলমের বিরহের গান (ভিডিও)

টিকটকারদের ভয়ংকর ফাঁদ, কয়েকশ জনকে খুঁজছে পুলিশ

মা হচ্ছেন নুসরাত, নিজের নয় বলে মন্তব্য স্বামীর!

পাপারাজ্জি থেকে বাঁচতে মেয়েকে বুকে চেপে ধরলেন আনুশকা

বিএনপি মহাসচিব বলেন, পৃথিবী দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। পরিবেশ বাঁচাতে বিশ্ব নেতাদের কমিটমেন্ট দরকার। পাশাপাশি রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট সবচেয়ে বেশি প্রয়োজন।  

তিনি আরও বলেন, জনগণ দ্বারা নির্বাচিত নয় বলেই, সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। জলবায়ু পরিবর্তনের তহবিলের অর্ধেক টাকা লুট করে, বাকি অর্ধেক ফেরত দিয়েছে সরকার। সব কর্মকাণ্ডের মূলে দুর্নীতি ও লুটপাট বলেও তিনি মন্তব্য করেন।

news24bd.tv / কামরুল