আমরা কি ইরানকে সহজে ছেড়ে দেব : মোসাদের সাবেক প্রধান

ইরাক ত্যাগ করে যদি যুক্তরাষ্ট্র চলে যায় তাহলে ইরান অঞ্চলটি দখল করে নেবে বলে মন্তব্য করেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন।  

সম্প্রতি ‘ফ্রেন্ডস অব ইলহানে’ ইসরাইলের আমেরিকান বন্ধুদের কাছে সাবেক মোসাদ প্রধান এ আশঙ্কা প্রকাশ করেন। ইসরাইলকে যারা প্রচুর অর্থ দিয়ে সহায়তা করে তাদের নিয়ে ‘ফ্রেন্ডস অব ইলহান’ গঠিত।  

ইসরাইলে যুক্তরাষ্ট্রের দাতাদের সঙ্গে আলোচনায় ইসরাইলের ভয়ংকর গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান বলেন, আমরা কি ইরানকে সহজে ছেড়ে দেব? আমরা কি তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে দেব, আমরা কি দূতাবাসগুলো ধ্বংস হতে দেব?

মোসাদের সাবেক প্রধানের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ইরানের কাছে নরম হচ্ছে।   ইরানের সঙ্গে আমেরিকা ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরবে আশঙ্কা করেই এ মন্তব্য করেছেন তিনি। এছাড়া, ইরাকের মার্কিন ঘাঁটি থেকে সৈন্যসংখ্যা কমিয়ে আনা নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন ইয়োসি কোহেন।

news24bd.tv/আলী