ইসরায়েলকে বড় ব্যবধানে হারালো পর্তুগাল

ইউরো কাপ শুরুর আগেই বড় জয় নিয়ে নিজেদের আরও একবার ঝালিয়ে নিলো পর্তুগিজ বাহিনী। ইসরায়েলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বাকি দলগুলোর কাছে নিজের শক্তিমত্তা জানান দিয়েছে রোনালদোবাহিনী। জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ এবং একটি করে গোল করেছেন রোনালদো ও জোয়াও ক্যানসেলো।

ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষদিকে পরপর দু’টো গোল আসে। ৪২ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ফার্নান্ডেজ। এরপর চোখের পলক পড়তে না পড়তেই দ্বিতীয় গোল করেন রোনালদো। ৪৪ মিনিটের এই গোলের ফলাফলেই প্রথমার্ধ শেষ হয়। পরে দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে অসাধারণ একটা গোল করলেন ক্যানসেলো। ৩-০ গোলে এগিয়ে গেল পর্তুগাল। অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে ইসরায়েলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই ফার্নান্ডেজ। অসাধারণ এই গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০তে।

আরও পড়ুন

নতুন প্রজাতির ৯৮ ফুট দীর্ঘ ডাইনোসরের সন্ধান অস্ট্রেলিয়ায়

কম ভাড়ায় ৪ বিভাগে পুলিশ বাস সার্ভিসের যাত্রা শুরু আজ

নুসরাতের অন্তঃসত্ত্বার বিষয়ে এবার মুখ খুললেন প্রেমিক যশ

তালেবানের সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করল ভারত

উল্লেখ্য, এই জয় অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে পর্তুগালের। হাঙ্গেরির বিরুদ্ধে আগামী মঙ্গলবার ইউরো ২০২০-র প্রথম ম্যাচ খেলতে নামবেন রোনালদোরা। অন্যদিকে আগামী সেপ্টেম্বরে আইল্যান্ডের বিরুদ্ধে ইসরায়েল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে নামবে।

news24bd.tv / নকিব