লাখ টাকায় বিক্রি হয় শূকর 'পিগক্যাসো'র আঁকা ছবি

শূকরছানাটির নাম পিগক্যাসো। একটি কসাইখানা থেকে মাত্র ৪ সপ্তাহ বয়সে তাকে উদ্ধার করা হয়েছিল। যে নারী তাকে উদ্ধার করেন তিনি একজন চিত্রশিল্পী। হঠাৎ একদিন নিজে থেকেই মুখে তুলি তুলে নিয়ে ছবি আঁকতে শুরু করে শূকরছানাটি!

ক্রমশ ধীরে ধীরে তার ছবি আঁকার প্রতিভা বিকশিত হতে থাকে! এখন তার আঁকা একেকটি ছবি অন্তত দুই থেকে তিন লাখ টাকায় বিক্রি হয়।

এর আগে আরও অন্য বিভিন্ন প্রাণীকে ছবি আঁকতে দেখা গেলেও পিগক্যাসোই প্রথম শূকর যে এই সৃজনশীলতার দিকে নিজের দক্ষতা প্রমাণ করেছে সারা বিশ্বে।

২০১৬ সালে শূকরটিকে উদ্ধার করে দক্ষিণ আফ্রিকায় নিয়ে আসা হয়। আর এখন তার ওজন ৪৫০ পাউন্ড।

আরও পড়ুনঃ

আবারও সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ের সাজে শ্রাবন্তী!

শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ভর্তি সাহিত্যিক সমরেশ মজুমদার

টঙ্গীতে বস্তিতে আগুন, শত শত ঘর পুড়ে ছাই

করোনাকালে সারাদেশে ১৫১ শিক্ষার্থীর আত্মহত্যা

বিভিন্ন সংস্থার মতো এই শূকরটির একটি নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে। সেখানে তার আঁকা এই সুন্দর ছবিগুলোর এক্সিবিশন হয়। পিগক্যাসোর আয় করা টাকার প্রায় পুরোটাই যায় প্রাণীদের রক্ষণাবেক্ষণের জন্য গঠিত বিভিন্ন সেবামূলক সংস্থায়।

উল্লেখ্য, বিশেষজ্ঞরা বলেন যে, শূকরের এই বিশেষ প্রতিভায় অবাক হওয়ার কিছু নেই। শূকররা জন্মগতভাবেই খুবই সৃজনশীল এবং বুদ্ধিদীপ্ত প্রাণী।

news24bd.tv / নকিব