ছড়িয়ে-ছিটিয়ে থাকা রক্ত পরিষ্কার করে ফেলে পুলিশ

কুষ্টিয়ার কাস্টমস মোড়ে যেখানে গতকাল তিনটি খুনের ঘটনা ঘটেছে, গভীর রাতে পুলিশ সেখানে গিয়ে পানি দিয়ে রক্ত ধুয়ে ফেলেছে। ঘটনাস্থলের  আশপাশের প্রত্যক্ষদর্শীরা এমন তথ্য দিয়েছেন।

সেখানকার এক নিরাপত্তাকর্মী বলেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে পুলিশের একটি পিকআপ ভ্যান আসে। রাত সাড়ে তিনটার দিকে পিকআপ ভ্যানের চালকসহ চার পুলিশ সদস্য ও একজন সাধারণ ব্যক্তি ঝুড়ি, ঝাঁটা ও পানি দিয়ে রক্তসহ সবকিছু ধুয়ে-মুছে দেন। আজ সোমবার ভোররাতে তাঁরা চলে যান।

আরও পড়ুন

সে রাতে উত্তরা বোট ক্লাবে পরীমনির সঙ্গে কী ঘটেছিল!

ধর্ষণ ও হত্যাচেষ্টা সম্পর্কে যা জানালেন পরীমণি

নেইমার জাদুতে কোপায় উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের জয়

চতুর্থ বিয়ের মধুচন্দ্রিমায় পাহাড়ে যেতে চান শ্রাবন্তী?

আজ সকাল নয়টার দিকে কাস্টমস মোড়ে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো সেখানে মানুষের সীমিত চলাফেরা চলছে। অন্যান্য দিনের মতোই মানুষ সেখানে আছেন।

ঘটনাস্থলের তিনতলা ভবনের নিচতলায় কলাপসিবল গেটের ভেতরে আসমা ও শাকিলকে গুলি করে হত্যা করা হয়। ভবনের সামনে বাইরে রবিনকে হত্যা করা হয়। সমস্ত জায়গা পানি দিয়ে ধুয়ে দিয়েছে পুলিশ।

news24bd.tv/এমিজান্নাত