১৩ টাকায় বাড়ি!

মাত্র ১৩ টাকায় কেনা যাবে বাড়ি। হ্যা, টিকই পড়ছেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। ক্রোয়েশিয়ার নাম ফুটবল প্রেমিদের কাছে চেনাই। সে দেশের লেগ্রাড শহর এমন অবিশ্বাস্য অফার দিয়েছে।  

শহরটি একেবারে সীমান্তের কাছাকাছি অবস্থিত। সেখানে বহুদিন ধরেই জনসংখ্যা কমছে। একাধিক ঘরবাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির কাজ অর্ধেক শেষ করার পরও অনেকে শহর ছাড়ছে। এ ধরনের বাড়িগুলোকেই নামমাত্র দামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে রয়েছে একাধিক শর্তও।

সবুজে ঘেরা, চারপাশে অরণ্য, হাঙ্গেরির সীমানাঘেঁষা লেগ্রাডে জনসংখ্যা কমতে কমতে বর্তমানে মাত্র ২ হাজার ২৫০ জনে এসে ঠেকেছে। এরপরই জনসংখ্যা বাড়াতে শহরের পুরনো পরিত্যক্ত বাড়ি বেচে দেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

সেক্ষেত্রে দাম ধরা হয়েছে মাত্র ১ কুনা বা প্রায় ১৩.৭৩ টাকা। এ পর্যন্ত ১৯টি বাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল স্থানীয় পৌরসভা। এর মধ্যে ১৭টিই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। আর্জেন্টিনা, রাশিয়া, ইউক্রেন, তুরস্ক, কলম্বিয়া থেকে অনেকেই বাড়ি কেনার জন্য আগ্রহ দেখিয়েছে।

কিন্তু কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। তাই আপাতত বাড়ি বিক্রি করা হচ্ছে কেবল স্থানীয়দের কাছে। ক্রেতাদের আর্থিকভাবে সচ্ছল হতে হবে। বয়সও হতে হবে ৪০ এর নিচে। আর কমপক্ষে ১৫ বছর তাদের ওই শহরে থাকতে হবে।

news24bd.tv/আলী