ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের গৌরীপুরে যাত্রীবাহী বাসের চাপায় মাহেন্দ্র ও অটোরিকশার চালক সহ দুজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে মহাসড়কের বড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- সুরুজ মিয়া (৫০) ও আব্দুর রশিদ (৫২)। এসময় অন্তত আরও চারজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে একটি বাস যাত্রী নিয়ে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বড়ইতলা এলাকায় বাসটি সড়কের পাশে দাঁড়ানো থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা থ্রি-হুইলার মাহেন্দ্রকে চাপা দেয়।

আরও পড়ুন:

ঢাকা বোট ক্লাবের সদস্য হতে লাগে ১৮ লাখ টাকা

নাসিরের বাসায় উঠতি বয়সী তরুণীদের দিয়ে চলত অনৈতিক কার্যকলাপ

মাত্র ৫ হাজার টাকা পেয়েই হত্যার মিশনে নামে খুনিরা

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

 

ঘটনাস্থলেই অটোরিকশার চালক গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামের সুরুজ মিয়া ও মাহেন্দ্র যাত্রী আবদুর রশিদ। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা গ্রামের প্রয়াত শাবান আলীর ছেলে। আহত অবস্থায় চারজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

গৌরীপুর থানার ওসি আবদুল হালিম সিদ্দিকী বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বাস আটক করা হয়েছে। চালক পালিয়েছে।

news24bd.tv তৌহিদ