টেকনাফে পৃথক অভিযানে ৮ লাখ ইয়াবা উদ্ধার,আটক ৪

কক্সবাজারের  টেকনাফে পুলিশ ও কোস্টগার্ডের পৃথক অভিযানে ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় লুৎফুর রহমান,রফিক আহমেদ,কাশেম ও সোলতান মাঝি নামের চারজনকে আটক এবং একটি মাছধরার নৌকা ও একটি ডাম্পার জব্দ করা হয়।   টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া জানান, গোপন সুত্রে খবর পেয়ে টেকনাফ পুলিশের একটি দল  ভোর সাড়ে তিনটার দিকে সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় আভিযান চালায়। এ সময় একটি ডাম্পার থেকে ৪লাখ ৫০ হাজার ইয়াবা ট্যালেট উদ্ধার এবং ডাম্পারটি জব্দ করা হয়।

অন্যদিকে সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দল জেটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার জব্দ করে। পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আটক চারজনকে আজ মঙ্গলবার টেকনাফ থানায় হস্তান্ত করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)