গণপরিবহনে স্বাস্থ্যবিধি কোথায়?

স্বাস্থ্যবিধি মানার শর্তে গণপরিবহন চালু হলেও তার কোন প্রতিফলন নেই। শুধু ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি ছাড়া অর্ধেক আসন শূন্য রাখা মাস্ক পরা বা দূরত্ব বজায় রাখার শর্তগুলো মানা হচ্ছে না। এতে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে।

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের শর্তে গত ২৪ মে থেকে গণপরিবহন চালু করে পরিবহণ মালিকরা। এক মাস না পেরোতেই গণপরিবহনে শারীরিক দূরত্ব না মেনে পূর্ণ আসনে যাত্রী পরিবহন শুরু হয়েছে। অনেকেই মাস্ক না পড়লেও ৬০ ভাগ বা তারও বেশি ভাড়া ঠিকই আদায় করা হচ্ছে।

আরও পড়ুন

নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংর্ঘষে নিহত ৫ বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষণ, আসামি গ্রেপ্তার বিগো লাইভ-ফ্রি ফায়ার-পাবজি-টিকটক বন্ধে লিগ্যাল নোটিশ আবারও জিততে ব্যর্থ স্পেন

শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান আর অফিস খুলে দেয়ায় যাত্রী চাপ বেড়েছে। আর গাদাগাদি করে সংক্রমণ ঝুঁকির সাথে অতিরিক্ত ভাড়া তাদেরই গুনতে হচ্ছে।

news24bd.tv/এমিজান্নাত