রাজশাহী মেডিক্যালে করোনা সংক্রমণ ও উপসর্গে মৃত্যু ১৩

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ ছিল এবং ছয়জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। আর করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন একজন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ সোমবার (২১ জুন) এসব তথ্য জানিয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক বলেন, গতকাল রবিবার (২০ জুন) সকাল ৯টা থেকে আজ সোমবার (২১ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জন মারা গেছেন। মৃতরা চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর তিনজন, নাটোরের তিনজন এবং নওগাঁর একজন।

এদিকে, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬২ জন। এ নিয়ে হাসপাতালের করোনার জন্য নির্ধারিত ৩০৯ শয্যার বিপরীতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪০২ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।

আরও পড়ুন:

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড পদ্মা সেতুতে রেলপথের স্ল্যাব বসানো সম্পন্ন যেসব এলাকায় আজ ২৪ ঘন্টায় গ্যাস থাকবে না প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে

news24bd.tv / কামরুল