মুক্তিযুদ্ধে প্রকৃত নিহতের সংখ্যা নিরূপণ কঠিন নয়, অসম্ভব কাজ

একটা গণহত্যা ঘটে যাওয়ার ৫০ বছর পর এসে মুক্তিযুদ্ধে প্রকৃত (!) নিহতের সংখ্যা নিরূপণ করা এখন একটা অসম্ভব কাজ। কঠিন নয়, অসম্ভব কাজ। এটা আর কেউ না বুঝুক, গণহত্যাকারীরা আর তাদের দোসররা খুব ভালো করেই বোঝে। এজন্যই তারা ক'দিন পর পরই এই বিষয়টা উত্থাপন করে নানান ঢংয়ে আর অজুহাতে।

সুতরাং প্রকৃত শহীদের সংখ্যা নিরূপনের ভাণ ধরে যাবতীয় আপাত একাডেমিক, আধা-একাডেমিক, ছদ্ম-বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, আর বিজ্ঞানপনা আসলে যে জেনোসাইড ডিনায়াল প্রকল্পের একটা পরোক্ষ প্রক্রিয়া, সেটা বোঝাটা খুব জরুরী। সবার জন্যই জরুরী। সবচেয়ে বেশী জরুরী ৭১ এর পক্ষের মানুষ হিসেবে যারা নিজেদের দাবী করেন, তাদের জন্য!

news24bd.tv/আলী