৯৩ শতাংশ মানুষের শরীরে এন্টিবডি

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা নেওয়ার পর শতকরা ৯৩ ভাগ মানুষের শরীরে এন্টিবডির অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান ঢাকা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের একটি গবেষণা দল। ৩০৮ জনের উপর দীর্ঘ পাঁচমাস ধরে গবেষণার পর তারা এ ফল পান।

ঢাকা মেডিক্যাল কলেজে এক সংবাদ সম্মেলনে আজ রোববার এ দাবি করা হয়।

ঢামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম সামসুজ্জামান বলেন, জানুয়ারি মাস থেকে চলতি জুন মাস পর্যন্ত আমরা এই গবেষণা চালাই। গবেষণায় ৩০৮ জন শিক্ষক, ডাক্তার ও কর্মচারীর নমুনা নেওয়া হয়। যাদের ৭০ শতাংশ শিক্ষক, ১০ শতাংশ কর্মচারী ও বাকিরা চিকিৎসক। এরা সবাই করোনার চিকিৎসা বা ভ্যাক্সিনেশনের সঙ্গে জড়িত ছিলেন।   

এদের মধ্যে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তার ৩৫ দিনের মধ্যে প্রথম রক্তের নমুনা নেওয়া হয়। এরপর দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পরে আবার সমুনা নেওয়া হয়। তা পরীক্ষা করে দেখা যায়, প্রথম ডোজ নেওয়ার পর ৪১ শতাংশের ও দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯১ শতাংশের শরীরে এন্টিবডি তৈরি হয়েছে।

আরও পড়ুন:

কয়লাভিত্তিক ১০টি বিদ্যুকেন্দ্র বাতিল

এখনো সেই লবণের পাহাড়ের অভিশাপ বয়ে বেড়াচ্ছে গ্রামবাসী (ভিডিও)

প্রবাসে ভূমিকা রাখাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির আবেদনের সময়সীমা বৃদ্ধি

কুষ্টিয়ায় হাসপাতালে বাড়ছে মৃত্যু আর সড়কে মানুষের মিছিল

 news24bd.tv/এমিজান্নাত