সোমবার থেকে বৃহস্পতিবার যা যা বন্ধ থাকবে

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত তিন দিনের জন্য সারাদেশে চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়।

ওই প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এসময় সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিক্সা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। নিয়মিত টহলের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সেখানে বলা হয়, নিষেধাজ্ঞা চলাকালীন খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (শুধুমাত্র Online Take way) করতে পারবে।

প্রজ্ঞাপনে সরকার জানিয়েছে, আগামী তিনদিন দেশের সকল শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

সেখানে বলা হয়, "সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেয়া করতে হবে। "

জনসাধারণকে মাঙ্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে।

news24bd.tv / তৌহিদ