মগবাজারের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি: শফিকুল

ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ৬০ জনেরও বেশি মানুষ। তবে এ বিস্ফোরণের পেছনে কোনো ধরনের জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

বিস্ফোরণের ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে ডিএমপি কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি জানান, ‘এতে জঙ্গি সংশ্লিষ্টতা থাকলে ঘটনাস্থলে স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে থাকতো এবং মানুষ ক্ষতবিক্ষত হয়ে যেত। তবে বিস্ফোরণের সঠিক কারণ জানতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। ’

দুর্ঘটনার কারণ জানতে তদন্তের জন্য অপেক্ষা করতে হবে বলে জানান নগর পুলিশের এই কর্মকর্তা। এ সময় তিনি ৭ জনের নিহতের খবর নিশ্চিত করে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত আমরা সাতজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে, আহতের সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করছি, ৩৯ থেকে ৪০ জন হবে। ’

আরও পড়ুন:

লকডাউনে গোটা দেশ, বন্ধ শপিংমল-গণপরিবহন

টানা ১০ জয়ের পর ড্র করল ব্রাজিল

রোনালদোদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

মগবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় ১৪ ভবন, তিন বাস

news24bd.tv / কামরুল