ময়মনসিংহে লকডাউনে ৫২৫ মামলা, প্রায় চার লাখ টাকা জরিমানা

সাত দিনের কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনে ময়মনসিংহে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর প্রত্যেকটি প্রবেশ মুখ ও গুরুত্বপূর্ণ মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে সঠিক কারণ দেখাতে না পারায় বেশ কয়েক জনকে আর্থিক জরিমানা গুনতে হয়েছে। ওষুধ ও নিত্যপণ্য ছাড়া প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে। নগরীর প্রধান প্রধান রাস্তাগুলো রয়েছে ফাঁকা।

গতকাল বিধিনিষেধ না মানায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৫২৫টি মামলায় প্রায় ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

জেলায় ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর ১০টি টিম, বিজিবির ৮টি টিম ছাড়াও পুলিশের ১৮টি মোবাইল টিম মাঠে কাজ করছে।

আরও পড়ুন:

কঠোর লকডাউনেও স্বাভাবিক মোংলা বন্দর

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চলে ৫০ শয্যার জনবল দিয়ে

বগুড়ায় করোনায় ১১জনের মৃত্যু, শনাক্ত ১০০

news24bd.tv / তৌহিদ