দেশে করোনায় মৃত্যু ১৩৪ ও শনাক্ত ৬২১৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৩৪ জন। টিএক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ১৩২ জনের। এর আগে, গতকাল ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১২ জন।

এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২১৪ জন। এতে দেশে মোট করোনা  শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা অনুপাতে শনাক্তরে হার ২৭.৩৯ শতাংশ।

আরও পড়ুন:

সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে

যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো

নাটোরের ৩ লাখ ৩৫ হাজার গবাদি পশু অনলাইনে বিক্রির প্রস্তুতি

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫০

news24bd.tv / কামরুল