ইরানের সঙ্গে সংলাপকে স্বাগত জানায় সৌদি আরব: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান মধ্যপ্রাচ্যে কিছু গোষ্ঠীর তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের সঙ্গে সংলাপকে স্বাগত জানায় তার দেশ। তেহরান ও রিয়াদের মধ্যে কয়েক মাস আগে ইরাকে যে সংলাপ শুরু হয়েছে সেকথা উল্লেখ করে ফারহান এ মন্তব্য করেন। খবর আল-জাজিরার।

তিনি দ্বিপক্ষীয় এ সংলাপকে ইতিবাচক আখ্যায়িত করেন এবং এর মাধ্যমে দ্বিপক্ষীয় তিক্ততার অবসান হবে বলে আশা প্রকাশ করেন।

পর্যবেক্ষকরা বলছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় মধ্যপ্রাচ্যের কথিত কিছু গোষ্ঠীর তৎপরতায় উদ্বেগ প্রকাশ করলেন যখন তার দেশ গত ছয় বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে।

আরও পড়ুন:

বাচ্চা বড় হলে মাকে কেন বুড়ি লুক নিতে হবে

সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে

যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এলো

নাটোরের ৩ লাখ ৩৫ হাজার গবাদি পশু অনলাইনে বিক্রির প্রস্তুতি

এদিকে সৌদি আরব কবে তেল আবিবকে স্বীকৃতি দেবে- এমন প্রশ্নের উত্তরে ফয়সাল বিন ফারহান দাবি করেন, রিয়াদের কাছে এই মুহূর্তে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংলাপ আবার শুরুর বিষয়টি অগ্রাধিক পাচ্ছে। কারণ, যতদিন ফিলিস্তিন সংকটের সমাধান না হচ্ছে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যতদিন কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হচ্ছে ততদিন তেল আবিবকে স্বীকৃতি দেবে না রিয়াদ।

news24bd.tv / নকিব