কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ১৯ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। করোনা হাসপাতালের পরিসংখ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত এম এ বশির বলেন, সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ১৩ জনের মৃত্যু হয়েছে। আরও ৬ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে খারাপ পরিস্থিতি নিয়ে রোগীরা আসছেন। এছাড়াও রোগীর চাপ বাড়লে সংকট হচ্ছে অক্সিজেনের। এসব কারণেই মৃত্যুর সংখ্যা বাড়ছে।

সিভিল সার্র্জন ও জেলা প্রশাসনের হিসেবে গত ২৪ ঘণ্টায় ৬০৪ নমুনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। শনাক্তের হার ৩১ শতাংশ। এদিকে, জেলায় লকডাউন কার্যকরে সেনাবাহিনীসহ সকল বাহিনী টহল দিচ্ছে। তারা মানুষকে নানাভাবে সচেতন করারও চেষ্টা করছে। কিন্তু মানুষ স্বাস্থ্যবিধি বা লকডাউনের বিধি-নিষেধ মানছেন না।

আরও পড়ুন

খুলনার তিন হাসপাতালে আজও ১৫ জনের মৃত্যু

৮৫ আরোহী নিয়ে ফিলিপাইনে উড়োজাহাজ বিধ্বস্ত

মুসলিম যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিল গেটসের মেয়ে

‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা আর নেই

news24bd.tv / কামরুল