'২০২১ সালের মধ্যে শতভাগ মানুষের মধ্যে ইন্টারন্টে সেবা পৌছে দেওয়া হবে'

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, কিছু দিন আগেও বাংলাদেশে মাত্র ৮ লাখ মানুষ ইন্টারনেট সেবা নিত। এখন তা বেড়ে ৮ কোটি ছাড়িয়ে গেছে। বর্তমান সরকার ইন্টারনেটের দামও কমিয়ে দিয়েছে। এর ফলে জীবনমানের আমল পরিবর্তন হয়েছে।

'সারাদেশে ৪৩ হাজার সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হচ্ছে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে প্রতিটি বাড়ি বাড়ি ইন্টারনেটের চাহিদা হবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। আশাকরছি আগামী ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষের মধ্যে ইন্টারনেট সেবা পৌছে দিতে পারব। '

শুক্রবার বিকেলে যশোর আইসিটি পার্কে বিডি এনজিওর কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল, রাশেদ আহম্মেদ বিদ্যুৎ, সুমন আহম্মেদ সাব্বিরসহ বিডি এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৪ দিন ব্যাপী এই কর্মশালায় ১শ’ ৮ জন প্রশিক্ষন নিচ্ছেন।

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)