যশোরে নতুন করে করোনা শনাক্ত ২৮৬, মৃত্যু ৬

যশোরের লকডাউন কার্যক্রম পরিদর্শন করেছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। আজ সোমবার দুপুরে জেলার বিভিন্ন চেকপোস্ট ঘুরে দেখেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দারসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।

পরিদর্শনকালে ডিআইজি বলেন, পুলিশের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়নে কঠোর কার্যক্রম হাতে নেয়া হয়েছে। দেশের মানুষকে ভালো রাখতে পুলিশ কাজ করে যাবে।

এদিকে গত ২৪ ঘন্টায় ৮২০ জনের নমুনা পরীক্ষা করে ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর হাসপতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬জন এবং উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন। আজ শনাক্তের হার ৩৫ শতাংশ। এছাড়া হাসপাতালে ভর্তি আছেন ২১২ জন।

আরও পড়ুন

ছেলের সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন তারই বাবা! কুষ্টিয়ায় করোনায় মৃত হিন্দু ব্যক্তির লাশ সৎকার করলেন মুসলিমরা ১২ দিনের মাথায় অন্যের হয়ে জেল খাটা সেই নারীর মৃত্যু ঈদে এক কোটির বেশি পরিবার পাবে ১০ কেজি করে চাল news24bd.tv / কামরুল