যশোরে জেনারেল হাসপাতালে মৃত্যু ১৪, শনাক্ত ২৫৩

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য চিকিৎসক, শয্যা, পরিচ্ছন্নকর্মীসহ বিভিন্ন সংকট রয়েছে। এমন পরিস্থতিতে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

আজ বুধবার (৭ জুলাই) যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ১৫৫ জন ও ইয়েলো জোনে ৮৮ জন।

আরও পড়ুন

মাদারীপুরে দুই কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার দুই

অর্থনীতির চাহিদা-সরবরাহ তত্ত্বের কিছু ব্যতিক্রমী দৃষ্টান্ত

সাতক্ষীরা মেডিকেলে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৬৪

আর্জেন্টিনা-কলম্বিয়ার শ্বাসরুদ্ধকর টাইব্রেকার (ভিডিও)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘন্টায় ৬৩২ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর হাসপতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। তার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন। শনাক্তের হার ৪০ দশমিক ৩১ শতাংশ। এছাড়া হাসপাতালে ভর্তি আছেন ২৪৩ জন। যেখানে শয্যা রয়েছে ১৪২টি। ফলে অনেক রোগী হাসপাতালের বারান্দয়ায় অবস্থান করছে।

news24bd.tv এসএম