ই-কমার্স ব্যবসায়ীদের ডিজিটাল গাইডলাইন প্রকাশ করল বাণিজ্য মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি একটি ডিজিটাল কমার্স গাইডলাইন প্রকাশ করেছে অনলাইন কেনাবেচায় জবাবদিহি'র মাথায় রেখে। সরকারি, বেসরকারি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শেষে এই গাইডলাইন প্রস্তুত করা হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (৬ জুলাই) একটি অনলাইন ইভেন্টে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ডিজিটাল ব্যবসা সুষ্ঠভাবে পরিচালনার জন্যই এই নির্দেশনা প্রণয়ন করা হয়েছে বলে মন্ত্রী মতামত ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “এটি মার্কেটপ্লেসে পণ্য ও পরিষেবাদির তথ্য প্রদর্শন, সাধারণ নিয়ম, বাজারে পণ্য বা পরিষেবা বিক্রয় উপস্থাপনা, পণ্য সরবরাহ, অগ্রিম মূল্য প্রদানে সমন্বয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেয়। আমরা আশা করি, এটি গ্রাহকদের জন্য সহায়ক হবে। ’’

অনুষ্ঠানটি বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ পরিচালনা করেন। এ ছাড়া অনুষ্ঠানটিতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, ডব্লিউটিও-এর ডিরেক্টর জেনারেল মো. হাফিজুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক বাবুল কুমার সাহা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

নোয়াখালীতে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৭

অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাম টানতে যাচ্ছে সরকার

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি

করোনায় আক্রান্ত অভিনেতা তৌসিফ মাহবুব

news24bd.tv / কামরুল