নাটোরে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন উপসর্গ সহ করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে লালপুরের মজিবর রহমান (৬৫) নামে ১ জন করোনায় এবং লালপুরের খলিলুর (৬৫) ও পুঠিয়া তাহেরপুরের রিয়াজ (৬৫) নামে ২ জন উপসর্গে মারা গেছেন।  

গত ২৪ ঘন্টায় নতুন করে ১২৯ জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪০ জনের। সংক্রমনের হার গতকাল মঙ্গলবারের চেয়ে ৬.১৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৭.৯৪ শতাংশ। মোট আক্রান্ত ৪৫১১ জন। সুস্থ হয়েছেন ১৯৬৯ জন। সদর হাসপাতালের ভর্তি আছেন ১০৪ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৪৪৮ জন। মোট মৃত্যু ৬৭ জন।

সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায় সদর হাসপাতালে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদের একজন করোনা ইউনিটে এবং অপর ২ জন ইয়োলোজনে চিকিৎসাধীন ছিলেন বলে জানান।

এদিকে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ৭তম দিনে আজ নাটোরে মানুষের চলাচল বেড়েছে। নানা অজুহাতে বাইরে আসা মানুষকে ঘরে ফেরাতে হিমশিম খাচ্ছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।  

ভ্রাম্যমান আদালতে মামলা ও জরিমানা করার পরও মানুষ ঘরে থাকছে না। টিপ-টিপ বৃষ্টি সত্বেও আজও সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসনের প্রায় ১২টি মোবাইল টিম বিধিনিষেধ মানাতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। গতকাল স্বাস্থ্যবিধি অমান্যকারী ৪১ জনকে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন:

নোয়াখালীতে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৭

অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাম টানতে যাচ্ছে সরকার

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি

করোনায় আক্রান্ত অভিনেতা তৌসিফ মাহবুব

news24bd.tv / কামরুল