মেয়াদ শেষ হবার আগেই মানু সোহনিকে আইসিসি থেকে বহিষ্কার

ভারতের ক্রিকেট ব্যক্তিত্ব মানু সোহনিকে প্রধান নির্বাহী পদ থেকে বহিষ্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০১৯ সালের জানুয়ারিতে নিয়োগ পাওয়ার পর থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এরপর চলতি বছরের মার্চে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। এবার তার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বহিষ্কার করলো সংস্থাটি।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

খবরে বলা হয়, জানা গেছে, সোহনির আচরণে খুশি ছিলেন না আইসিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। দুবাইয়ে অবস্থিত আইসিসির প্রধান কার্যালয়ের ৯০ শতাংশ কর্মীই সোহনির বিরুদ্ধে অভিযোগ জানান।

বিষয়টি নিয়ে তদন্ত করে আন্তর্জাতিক সংস্থা প্রাইসহাউজ ওয়াটার কুপার্স। এতে সোহনির ওপর আনা প্রায় সব অভিযোগের সত্যতা মেলে।

পরে গতকাল বৃহস্পতিবার আইসিসির সভাপতি গ্রেগ বার্কলের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বোর্ডসভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

৫ দিনের ব্যবধানে ২ ছেলের মৃত্যু, শোকে না ফেরার দেশে বাবাও

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালের দিন ব্রাহ্মণবাড়িয়ার মাঠে থাকবে পুলিশ

নোয়াখালীতে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৪২

আফগানিস্তান যুদ্ধে পরাজয় মেনে নিয়ে যা বললেন বাইডেন

সভায় ঘোষণা দেওয়া হয়, এখন থেকে মানু সোহনি আর আইসিসির সঙ্গে যুক্ত নন। তাকে অপসারণের সিদ্ধান্তে সভায় কেউ আপত্তি জানাননি।

ভারতীয় বংশোদ্ভূত মানু সোহনি একসময় সাংবাদিকতা করতেন।

জনপ্রিয় ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

news24bd.tv নাজিম