আফগান বিশেষ বাহিনী তালেবানের মুখোমুখি

আফগানিস্তানের বিশেষ বাহিনীর সৈন্যরা রবিবার গভীর রাতে দক্ষিণ প্রদেশের কান্দাহার প্রান্তরে হাইওয়ের এক নির্জন প্রান্তে নামাজের জন্য একটি সংক্ষিপ্ত বিরতি দিয়েছিল। তারা প্রতিবার যুদ্ধে তালেবান জঙ্গিদের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেয়।

কয়েক ঘন্টা আগে নিয়মিত বাহিনী এবং স্থানীয় পুলিশ আক্রমণকারী বিদ্রোহীদের বের করে দেওয়ার জন্য প্রশিক্ষিত সৈন্যদের আহ্বান জানিয়েছে। কয়েকজন বেসামরিক ও আহত সৈন্যকে রেখে তালেবানরা অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে।

তালেবানের পূর্ব দুর্গের কান্দাহারে নিযুক্ত বিশেষ বাহিনীর ইউনিটের সদস্য মেজর মোহাম্মদ দীন তাসির অপারেশন শেষে  জানিয়েছেন, আমরা একটি প্রতিবেদন পেয়েছি যে এখানে শত্রুরা অনুপ্রবেশ করেছিল এবং পুরো জেলাকে উৎখাত করতে চেয়েছিল।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন

আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আসছে

যে যার বিশ্বাস মতে গরু-শুকর যা ইচ্ছে খান

রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় লাশ শনাক্তে ৬৬ স্বজনের নমুনা গ্রহণ

দেশে ফিরতেই মেসির উপর ঝাঁপিয়ে পড়লেন রোকুজ্জো! (ভিডিও)

news24bd.tv/এমিজান্নাত