নম্বরবিহীন মোটরসাইকেল চড়ে ট্রাফিক পুলিশকে কটুক্তি

মহামারী করোনা রোধে আরোপিত লকডাউনে বিধিনিষেধ অমান্য করে একটি নম্বরবিহীন মোটরসাইকেল চড়ে যাচ্ছিলেন  তিন জন। মাথায় হেলমেট না পরেই মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা। কর্তব্যরত ট্রাফিক পুলিশ মোটরসাইকেলটি থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে সাংবাদিক পরিচয় দেয় এবং ফেসবুকে ‘লাইভ’ শুরু করেন তাদের মধ্যে ফয়ছল কাদির নামে একজন। লাইভে হয়রানির অভিযোগ তুলে প্রায় ত্রিশ মিনিটের লাইভে ট্রাফিক পুলিশকে তিরষ্কার করে। সরাসরি সম্প্রচার করা ভিডিওতে তার অশালীন বাক্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সিলেট নগরীর সুরমাগেট এলাকায় গত ৯ জুলাই সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে ট্রাফিক পুলিশ। রোববার রাতে দায়ের করা ওই মামলায় ফেসবুকে লাইভ করা ফয়ছল কাদিরকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ফেসবুক থেকে ভিডিও সরিয়ে দিয়ে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে আরেকটি লাইভ করেন।

আরও পড়ুন

আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আসছে করোনা ভ্যাকসিন নিচ্ছেন খালেদা জিয়া রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় লাশ শনাক্তে ৬৬ স্বজনের নমুনা গ্রহণ

দেশে ফিরতেই মেসির উপর ঝাঁপিয়ে পড়লেন রোকুজ্জো! (ভিডিও)

news24bd.tv/এমিজান্নাত