রিয়াদ ভাগ্যবান, সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়েছে :আশরাফুল

মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট ক্রিকেট থেকে  অবসরের সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ফর্মের তুঙ্গে থেকে অবসর নেওয়ার ক্ষেত্রে রিয়াদের কৌশলী সিদ্ধান্তের প্রশংসা করেছেন এই ক্রিকেটার।  

দীর্ঘ ১৭ মাস পর টেস্ট খেলার সুযোগ পাওয়া রিয়াদ হারারে টেস্টে বাংলাদেশকে এনে দিয়েছেন পরম আকাঙ্ক্ষিত জয়। তবে ব্যাট হাতে আরও একবার নিজের জাত চেনানোর ম্যাচ দিয়েই বিদায় বলেছেন টেস্ট ক্রিকেটকে। অনেকেই মনে করছেন, ১৬ মাস দলের বাইরে থাকার জবাব হিসেবেই এমন কঠিন সিদ্ধান্ত রিয়াদের।

তবে আশরাফুলের দাবি, রিয়াদ কোনো ভুল সিদ্ধান্ত নেননি।  

আশরাফুল বলেন,‘রিয়াদ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আজকে দেখলাম বিসিবি সভাপতি বলেছেন- তুমি দেশে এসে অবসর নাও, আরেকটা ম্যাচ আয়োজন করি। আরেকটা ম্যাচে যে সে দুই ইনিংসে জিরো করবে না এটার তো কোনো গ্যারান্টি নেই। সেই সময়ের বিদায় আর এখনকার বিদায় আকাশ পাতাল তফাৎ।

টেস্ট দল থেকে বাদ পড়ার পর লাল বলে আহামরি কিছু না করেও রিয়াদ যে ফের দলে ফিরেছেন, এজন্য রিয়াদকে ভাগ্যবান বলে আখ্যায়িত করেছেন আশরাফুল।

news24bd.tv/আলী