সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত

সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদীগামী লোকাল ট্রেন বাজার ষ্টেশন থেকে ছেড়ে যাবার পরই ষ্টেশনের অদূরে মাহমুদপুর ক্লাবের সামনে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনটির যাত্রা বাতিল হওয়ায় কয়েক শ যাত্রী দুভোর্গে পড়েছে। রোববার রাত পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনন মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রেনটি ঈশ্বরদীর উদ্দ্যেশ্য যাত্রা শুরু করে। স্টেশনের অদূরে মাহমুদপুর ক্লাবের সামনে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত  হয়। তাৎক্ষনিক বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে অবগত করা হলে ট্রেনটির যাত্রা বাতির করা হয়।

তিনি আরো জানান, ইঞ্জিনটি তোলার জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন সিরাজগঞ্জের দিকে রওনা হয়েছে। ট্রেনটি উদ্ধার না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ রায়পুর ষ্টেশন থেকে চলাচল করতে হবে বলেও তিনি জানান।

(নিউজ টোয়েন্টিফোর/সায়েম/তৌহিদ)