ইতিহাসে আজকের এই দিনে

ইতিহাসে আজকের এই দিনে কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন এক নজরে দেখে নিন। আজ ১৩ জুলাই, মঙ্গলবার।   

আজ যাদের জন্ম : ১৬০৮ - হাঙ্গেরির রাজা তৃতীয় ফার্দিনান্দ। ১৭৪৮ - লরেন জোসো নামের বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী ফ্রান্সের লিওন শহরে জন্ম গ্রহণ করেন। ১৮২২ - অযোধ্যার শেষ নবাব সংগীতামোদী ওয়াজিদ আলী শাহ। ১৮৮০ - কথাসাহিত্যিক ইসমাইল হোসেন শিরাজী। ১৮৯৪ - রুশ সাহিত্যিক আইজাক বাবেল। ১৯০০ - বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ছবি বিশ্বাস। ১৯৩৪ - নোবেল বিজয়ী নাইজেরীয়ান লেখক ওল সোয়েন্কা। ১৯৪০ - প্যাট্রিক স্টুয়ার্ট, ইংরেজ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা, এবং হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয় এর চ্যান্সেলর। ১৯৪১ - আমেরিকান অভিনেতা রবার্ট ফ্রষ্টার। ১৯৪২ - অভিনেতা হ্যারিসন ফোর্ড। ১৯৮২ - ইংরেজ অভিনেত্রী সামিয়া স্মিথ।

আরও পড়ুন:

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

ইরাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন, নিহত ৫২

ওজন বাড়াতে হলে দুপুরে ঘুমাতে হবে

ঈদের দিনে যে কাজগুলো করবেন

আজ যাদের মৃত্যু : ৬৭৮ - হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)। ১৭৯৩ - ফরাশি সাংবাদিক ও বিপ্লবী জ্যা পল মারাত তার বাথটাবে রাজনৈতিক প্রতিপক্ষ চার্লট কর্ডের হাতে নিহত হন। ১৮৫১ - অস্ট্রীয় সঙ্গীত স্রষ্টা আর্নল্ড শোয়েম বার্গ। ১৮৮৯ - অস্ট্রিয়ান কবি রবার্ট হ্যামালিঙ। ১৯২১ - নোবেলজয়ী (১৯০৮) পদার্থ বিজ্ঞানী গ্যাব্রিয়েল লিপমান সমুদ্রে ডুবে নিহত। ১৯৬৯ - ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। ১৯৮০ - বতসোয়ানার প্রথম প্রেসিডেন্ট সেরেতসি খামার। ১৯৯৫ - ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী। ২০০২ - তুর্কি বংশোদ্ভুত কানাডিয়ান ফটোগ্রাফার ইউসুফ কার্শ।

news24bd.tv রিমু