ব্রাজিলকে হেয় না করতে সতীর্থকে সতর্ক করলেন মেসি

দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা জেতায় আর্জেন্টিনায় বইছে খুশির জোয়ার। আর যাদের হাত ধরে এই শিরোপা ঘরে এলো তাদের উচ্ছ্বাসটা একটু বেশিই হবে এটাই স্বাভাবিক। আর তাইতো দলের মিডফিল্ডার রদ্রিগো দি পলও আবেগে লাগাম দিতে পারেননি।

শিরোপা জেতার আনন্দে আত্মহারা হয়ে খেলা দেখতে আসা ব্রাজিলের দর্শকদের সামনেই  ব্রাজিলবিদ্বেষী এক গান গাইতে শুরু করেছিলেন পল। সঙ্গে সঙ্গে আঙুল উঁচিয়ে দি পলকে সতর্ক করে দেন মেসি। যেন ব্রাজিলের দর্শকদের সামনে তাঁদের দেশকে হেয় করে কোনো গান গাওয়া না হয়। দি পলকে সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমার চোখের সামনে এসব গাওয়া যাবে না!’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন:

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু!

৩ হাজার ২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ভিডিওটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এর মধ্যেই। অধিনায়ক হিসেবে মেসির সুনাম চলছে সব জায়গায়।

শুধু মেসিই নন, দি পলকে সেই গান গাইতে মানা করেন আরেক সিনিয়র সতীর্থ সের্হিও আগুয়েরোও।

তবে মাঠে দর্শকদের সামনে না গাইলেও ড্রেসিংরুমে দি পলকে আটকে রাখা যায়নি। সতীর্থদের সঙ্গে ওই গান গেয়েছেন, তালে তালে নেচেছেন। সে ভিডিওতে অবশ্য মেসিকে অংশ নিতে দেখা যায়নি।

news24bd.tv নাজিম