অনন্য মাইলফলক স্পর্শ করলেন টেইলর

জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। আজকের এই ম্যাচে মাঠে নেমে অন্যরকম এক মাইলফলক ছুঁলেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর।  

ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলছেন তিনি। পঞ্চম জিম্বাবুয়ের ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন টেইলর। ২০০৪ সালে জিম্বাবুয়ে দলে তার অভিষেক।

আরও পড়ুনঃ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ

দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দিলেন আরিয়েন রোবেন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী

নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসের অনুপস্থিতিতে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ১৯৯ ওয়ানডেতে ৬৫৩০ রান করেন টেইলর। সর্বোচ্চ রান ১৪৫। নামের পাশে রয়েছে ১১ সেঞ্চুরি, ৩৯ হাফ সেঞ্চুরি।

জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটাররা হলেন:-

গ্র্যান্ট ফ্লাওয়ার ২২১ অ্যান্ডি ফ্লাওয়ার ২১৩

এল্টন চিগুম্বুরা ২১০

হ্যামিল্টন মাসাকাদজা ২০৯

ব্রেন্ডন টেইলর ২০০*

news24bd.tv নাজিম