মুম্বাইয়ে বৃষ্টিতে ভবন ধসে ১৫ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ে প্রবল বৃষ্টিতে দুইটি ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে শহরের চেম্বুর ও বিক্রোলি এলাকায় দু’টি ভবন ভেঙে পড়ে। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া অবস্থায় রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

চেম্বুরের ভরত নগর এলাকায় ভেঙে পড়া বাড়ির নীচ থেকে ১১ জনের মরদেহ পাওয়া গিয়েছে। ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য দিকে বিক্রোলিতে চার জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। আরও দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকারী বাহিনী।

আরও পড়ুনঃ

পর্নতারকা ডালিয়া স্কাইয়ের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় সহিংসতা ও লুটপাট পূর্বপরিকল্পিত: প্রেসিডেন্ট

সৌদি আরবে বন্ধ হচ্ছে নামাজের সময়ে দোকান বন্ধ রাখার নিয়ম

'ছাত্রলীগ সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে'

শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। এরইমধ্যে চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি এলাকা পানিতে তলিয়ে গেছে। এই বৃষ্টি আরও পাঁচদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

news24bd.tv / নকিব