টিকটকে অ্যাকাউন্ট খুললেন পাকিস্তানি প্রেসিডেন্ট, জানালেন কারণও

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুললেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। নিজের অফিশিয়াল টুইটারে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। সেখানে নিজের টিকটক অ্যাকাউন্টের লিংকও দিয়ে দিয়েছেন তিনি। খবর দ্য ডনের।

জানা গেছে, গত শুক্রবার টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন প্রেসিডেন্ট আলভি। পরে এ তথ্য তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। সেখানে টিকটক অ্যাকাউন্টের লিংকও দিয়ে দেওয়া হয়। দেশের তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেই তার এ উদ্যোগ বলে জানানো হয়।

তবে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন অনেকেই। একজন বলেন, তার এ উদ্যোগ আমাকে হতাশ করেছে। অবশ্য এটাও ঠিক যে দেশের নিষ্কর্মা তরুণদের বার্তা দিতে এমন উদ্যোগ দরকার ছিল। কারণ, তারা অধিকাংশ সময় এ ধরনের অপ্রয়োজনীয় জিনিস দেখেই কাটিয়ে দেয়।

আরও পড়ুনঃ

পর্নতারকা ডালিয়া স্কাইয়ের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতন

সৌদি আরবে বন্ধ হচ্ছে নামাজের সময়ে দোকান বন্ধ রাখার নিয়ম

'ছাত্রলীগ সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে'

আরেকজন টুইটার ব্যবহারকারী প্রেসিডেন্টকে রীতিমতো নাচের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘আপনি টিকটকে থাকবেন আর নাচের চ্যালেঞ্জ নেবেন না, তা হয় না। ’

উল্লেখ্য, ব্যবহারের দিক থেকে জনপ্রিয় হলেও টিকটক নিয়ে বিতর্ক রয়েছে। এমনকি পাকিস্তানেও অ্যাপটি নিষিদ্ধের দাবি জানানো হয়েছিলো।

news24bd.tv / নকিব