লকডাউনের প্রথম দিনে স্থবির রাঙামাটি

লকডাউনের প্রথম দিন কেবারে স্থবির রাঙামাটি। শুক্রবার সকাল থেকে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কঠোর অবস্থানের পাশাপাশি ছিল পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। কড়া নিরাপত্তার চাদরে ডাকা ছিল রাঙামাটি। করোনার সংক্রমণ প্রতিরোধে কোনোপ্রকার অনিয়ম মেনে নিচ্ছে না প্রশাসন। সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশপাশি মাস্কা পড়তেও বাধ্য করা হচ্ছে মানুষদের।

ঈদের পর রাঙামাটিতে মানুষের সরব উপস্থিতি তাকলেও লকডাউনের কারণে শহরে এখন ফাকা। বন্ধ রয়েছে শপিংমল দোকানপাট, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। চলাচল করেনি কোনোপ্রকার যানবাহন। সড়কে মোটরসাইকেলে দূরত্ব কমাতে বসেছে চেকপোস্ট। শহরের মানিক ছড়ি, বনরূপা, তবলছড়ি, রিজার্ভ বাজার, শাপলাচত্বরসহ বেশ কিছু এলাকায় পুলিশ সেনাবাহিনীর সহায়তায় চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে। আর বিনাকারণে যারা ঘর থেকে বের হচ্ছে তাদের গুনতে হচ্ছে নগদ অর্থ। জড়িমানা করার পাশপাশি কঠিন শাস্তিও পেতে হচ্ছে।

এছাড়া চট্টগ্রাম-রাঙামাটি সড়কেও বন্ধ ছিল দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল।

news24bd.tv তৌহিদ