নওগাঁয় সিন্ডিকেটের ফাঁদে চামড়া: দাবি ব্যবসায়ীদের

নওগাঁয় গত কয়েক বছরের তুলনায় এ বছর কোরবানীর পশুর চামড়া একেবারে কম দামে বেচাকেনা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারী মালিকদের সিন্ডিকেটের কারণেই  চামড়ার এই দরপতন। এতে লোকসান গুণতে হচ্ছে তাদের।   

প্রতি বছর ঈদুল আযহার দিনে নওগাঁয় কোরবানীর পশুর চামড়ার বিশাল বাজার বসে। শহরের বিভিন্ন এলাকা ও গ্রামাঞ্চল থেকে চামড়া কিনে এনে বিক্রির জন্য ভীড় করে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা।   করোনা ও বকেয়া টাকা না পাওয়ায় এবার পাল্টে গেছে সে চিত্র।

মৌসুমী ব্যবসাযীদের অভিযোগ, গেল বছরের তুলনায় চামড়ার দাম একেবারে কম। ধার দেনা করেও চামড়া কিনে লোকসান গুণতে হচ্ছে তাদের।    ট্যানারী মালিকদের দুটি সংগঠন সিন্ডিকেটের মাধ্যমে দাম নির্ধারণ করে দেয়ায় চামড়ার এই দর পতন হয়েছে এমন দাবি ব্যবসায়ী সমিতির এই নেতার।

আরও পড়ুন:

স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী আগস্টের কর্মসূচী ঘোষণা

জার্মানিতে বন্যায় প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

রেকর্ড গড়েই টোকিও অলিম্পিকের প্রথম সোনা জিতলেন চীনা তরুণী

বৃষ্টিপাতে ভারতের গোয়ায় ধস, ট্রেন লাইনচ্যুত (ভিডিও)

এ বছর নওগাঁয় ৫০ হাজার গরু, ৪০ হাজার খাসি ও ১৫ হাজার ভেড়ার চামড়া কেনাবেচা হয়েছে। যা আনুমানিক মূল্য ৪ থেকে ৫ কোটি টাকা।

news24bd.tv নাজিম