দিনাজপুরে হুইপ ইকবালুর রহিমের সহযোগিতায় অসহায় রোগীদের অক্সিজেন সেবা

মহামারী করোনা পরিস্থিতিতে দিনাজপুরে করোনা আক্রান্ত রোগীসহ বিভিন্ন অসহায় রোগীদের অক্সিজেনসহ বিনামূল্যে ওষুধ এবং সুরক্ষা সামগ্রী সেবা দিচ্ছে স্থানীয় যুবলীগ। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র নির্দেশনা ও সহযোগিতায় এসব সেবা অব্যাহত রেখেছে জেলা যুবলীগ।  

চলমান কার্যক্রমের ২৪তম দিনে রবিবার সদর হাসপাতাল মোড়ে রোগীর স্বজনদের হাতে ওষুধ এবং সুরক্ষা সামগ্রী তুলে দেন দিনাজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

এসময় জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, করোনা পরিস্থিতি ঠেকাতে আমাদের আরও সচেতন হতে হবে। লকডাউনে কোন মানুষ যেন চিকিৎসাকষ্টে না ভোগে সে লক্ষ্যে বিনামূল্যে ওষুধ ও অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি।

আরও পড়ুন:

আন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত, স্থগিত পার্লামেন্ট

ইরানে পানির দাবিতে বিক্ষোভ, নিহত ৩

বন্যা ও ভূমিধসে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯

১০ আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ

তিনি জানান, করোনাভাইরাস মোকাবেলায় দিনাজপুর সদরে হুইপ ইকবালুর রহিম এমপি’র পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য ও চিকিৎসাসহ সব রকম সহযোগিতা অব্যাহত রয়েছে।

news24bd.tv রিমু