করোনার টিকা দেশেই উৎপাদন হবে: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের ভ্যাকসিনের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন প্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, 'দেশেই উৎপাদন হবে করোনার টিকা। ' 

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে জন প্রশাসন পদক আয়োজনটি বাতিল করায় এবার দু' বছরের পদক একসঙ্গে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি এ পদক প্রদান করেন।  

আরও পড়ুন:

জিজ্ঞাসাবাদ শেষে ফেরি শাহজালালের চালকসহ চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে

লকডাউনে বিয়ে: প্রশাসনের উপস্থিতিতে পালাল বরযাত্রী

যারা নাটক বানাচ্ছেন তাদেরকে আরও সচেতন হতে হবে: দিলরুবা ইয়াসমিন রুহি

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে মৃত্যু ২২, নতুন শনাক্ত ২৫৩

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পদক তুলে দেন।   

মোট ৩৫টি পদক তুলে দেওয়া হয় মনোনিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে। এর মধ্যে ২০২০ সালের জন্য ১৫টি ও ২০২১ সালের জন্য ২০টি পদক প্রদান করা হয়।

news24bd.tv রিমু