ভারতীয় শিবিরে করোনার হানা : ম্যাচ স্থগিত

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে মহামারী করোনাভাইরাসে  আক্রান্ত হয়েছেন ভারতের ক্রুনাল পান্ডিয়া। এই অলরাউন্ডার ভারতীয় একাদশের নিয়মিত সদস্য। তিনি করোনা আক্রান্ত হওয়ায় বাকিদেরও আক্রান্তের আশঙ্কা রয়েছে। ফলে ম্যাচটিই স্থগিত করে দেওয়া হয়েছে।

ক্রুনাল করোনা আক্রান্ত হওয়ায় পুরো ভারতীয় দলকেই পাঠানো হয়েছে আইসোলেশনে। দলের বাকি সদস্যদের আবারও কোভিড ১৯ পরীক্ষা করানো হবে।

ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার কারণে স্থগিত হয়ে গেল ভারত-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলাটি।  

আরও পড়ুনঃ

দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা

 

আজকের ম্যাচটি স্থগিত হয়ে গেলেও বাতিল হয়নি। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সুস্থ খেলোয়াড়দের নিয়ে আগামীকাল (২৮ জুলাই) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৩০ জুলাই)।

news24bd.tv/আলী