জিমন্যাস্টিকসে বাইলজের ইভেন্টে স্বর্ণ জিতলেন লি

মানসিক অবসাদের কারণে নারী জিমন্যাস্টিকসের অল অ্যারাউন্ড ইভেন্টের ফাইনাল থেকে আগের দিনই নাম তুলে নিয়েছিলেন সিমোন বাইলস। অলিম্পিক ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রেকর্ড ৩০টি পদকজয়ী সিমোন বাইলস সরে যাওয়ার পর অল-অ্যারাউন্ড ইভেন্টে স্বর্ণ হাতছাড়ার শঙ্কা ছিল মার্কিনিদের। ২০০৪ থেকে জিমন্যাস্টিকসের এই ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা এবার বুঝি ইতি ঘটতে চলল? তবে সুনিসা লি এমটি হতে দেননি।

ষষ্ঠ আমেরিকান হিসেবে ব্যক্তিগত পারফরম্যান্সের সম্মিলিত ইভেন্টের স্বর্ণ জিতলেন তিনি। আরিয়াকে জিমন্যাস্টিকস সেন্টারে ৫৭.৪৩৩ পয়েন্ট গড়ে স্বর্ণ জিতেছেন সুনিসা।

বাইলসের সরে যাওয়ায় তার জায়গায় খেলা সুনিসা লি দলগত ইভেন্টেও যুক্তরাষ্ট্রকে লড়াইয়ে রেখেছিলেন।

গতকাল অবশ্য প্রথম দুটি ইভেন্ট ভল্ট ও আন ইভেনবার মিলিয়ে চমক দিয়ে ইভেন্টে রুপার পদক জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। মেয়েদের জিমন্যাস্টিকসে ব্রাজিলকে প্রথম পদক জেতালেন রেবেকা। রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) হয়ে ব্রোঞ্জ জিতেছেন আঞ্জেলিনা মেলনিকোভা।

news24bd.tv নাজিম