পিরোজপুরে পথশিশুরা পেল যুবলীগের খাবার

পিরোজপুরে পথশিশু ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে যুবলীগের ব্যানারে সরকারি সোহরাওয়ার্দী কলেজ গেটে শিশু ও প্রতিবন্ধী ৫০জনের মাঝে খাবার

তুলে দেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার।

এসময় লিটন সিকদার বলেন,করোনা মহামারীতে দিন দিন অসহায় হয়ে পড়ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। তাই কেন্দ্রীয় যুবলীগের সভাপতি/সম্পাদকের নির্দেশে আমরা শহরের পথশিশু ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছি। আমাদের খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। করোনা সংকটে এর আগে আমরা বিনামূল্যে চালু করেছি অক্সিজেন ও ওষুধ সেবা।

পথশিশু মো: মনির বলেন, করোনা আসার পর থেকে মোরা সব বেলায় খেতে পারি না। কেউ দিলে মাঝে মাঝে পাওয়া যায়। প্রায় ৭০বছরের প্রতিবন্ধী ভিক্ষুক শাহবুদ্দীন জানান, ভাইরাস আসার পর থেকে তার কোনো আয় নেই। ভিক্ষা করেও পেট চালানো যাচ্ছে না। কিছু মানুষের সাহায্যেই দিন পার হচ্ছে।

 news24bd.tv তৌহিদ