বরিশাল শেবাচিমে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্তের হার কমেছে

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে রেকর্ড সংখ্যক ৩৫৩ জন। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার এক দিনের ব্যবধানে প্রায় অর্ধেক কমে ৩১.৪১ ভাগে নেমেছে।  

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২১ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ১৬ জন পজেটিভসহ ৫১ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১৭ জনের। এর মধ্যে ৬ জনের করোনা পজেটিভ। এর আগে জুলাই মাসে একদিনে সর্বাধিক ১৯ জন রোগীর মৃত্যু হয়েছিলো করোনা ওয়ার্ডে।  

মারা যাওয়া এই ১৭ জনসহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৯৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১৮ জন করোনায় আক্রান্ত ছিলেন।   

আজ সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো সর্বাধিক ৩৫৩ জন রোগী। এর মধ্যে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদের করোনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

শিমুলিয়া ঘাটে আজও ঢাকামুখী মানুষের ঢল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২০ কি.মি অংশ জুড়ে যান চলাচলে ধীরগতি

খুলনায় দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যু ৪

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বে হাত বোমা নিক্ষেপ, একজন নিহত

গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর সর্বাধিক সংখ্যক ৩৫৩ জন রোগী চিকিৎসাধীন। গতকাল চিকিৎসাধীন ছিলো ৩৪০ জন রোগী।  

গত ২৪ ঘণ্টায় ১৭ জনসহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৯৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১৮ জন করোনায় আক্রান্ত ছিলেন।   

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার একদিনের ব্যবধানে প্রায় অর্ধেক কমেছে। গতকাল শনিবার রাতে প্রকাশিত সব শেষ রিপোর্টে ২২৬ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৩১.৪১ শতাংশ। এর আগে গত শুক্রবার রাতের রিপোর্টে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ছিলো ৫৬.৭০ শতাংশ।

news24bd.tv এসএম