ভয়াবহ সময় পার করছে করোনা হটস্পট কুষ্টিয়া

দক্ষিণ-পশ্চিমের করোনা হটস্পট কুষ্টিয়া এখন ভয়াবহ সময় পার করছে। জুলাই মাসে করোনায় মারা গেছে ৩৩৫ জন। আর উপসর্গে মৃত্যু হয়েছে আরো ৯৪ জনের। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৪৮০ এবং গত মাসে ৬ হাজার ২শ ২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গ্রামাঞ্চল থেকে আসছে সংকটাপন্ন রোগী- তাই মৃত্যুর সংখ্যা বাড়ছে- বলছেন চিকিৎসকরা।  

সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার গ্রামেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রতিদিন যে হিসেব দিচ্ছে জেলা প্রশাসন তারও বেশি সংক্রমণ রয়েছে গ্রামে। উপসর্গ থাকলেও এখানকার বেশিরভাগই আসছে না পরীক্ষার আওতায়। প্রতিরোধে ঠিকমতো ভূমিকা রাখতে না পারায় সংক্রমণ উর্ধ্বমূখী- বলছেন বিশেষজ্ঞরা।

আর এ পর্যন্ত জেলায় যে ৫৭৬ জনের মৃত্যু হয়েছে তার ৩৩৫ জনই মারা গেছেন জুলাই মাসে। এর বাইরেও করোনার উপসর্গে আরো ৯৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে সব আয়োজন থাকার পরও কেন এতো মৃত্যু?

ঈদের পরে বাড়তে থাকা করোনার নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা।

news24bd.tv/এমিজান্নাত