ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ময়মনসিংহ চরাঞ্চলের চাঞ্চল্যকর কাশেম হত্যা মামলার আসামি আলমগীর হোসেন (৩০) পুলিশের হাতে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। অন্যদিকে সিরাজুল নামের এক ছিনতাইকারী কোতোয়ালী মডেল থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। দুটি ঘটনাই শনিবার মধ্যরাতে ঘটে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল দাস জানান, শুক্রবার গোপালগঞ্জ জেলা থেকে ডিবি পুলিশ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। পরে শনিবার রাত আড়াইটার দিকে তাকে নিয়ে ময়মনসিংহের শহরতলীর জয়বাংলা বাজারে অভিযানে যায় ডিবি। এসময় অন্য পলাতক আসামী সিদ্দিকসহ অজ্ঞাতনামা ৮/১০ জন পুলিশের উপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এসময় আলমগীর পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিবি পুলিশের দুজন আহত হয়েছেন। তারা পুলিশ হাসপাতালে চিকিৎসাধিন।

অন্যদিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজুল (২৪) নামের এক ছিনতাইকারী নিহত হয়েছে। শুক্রবার ভোররাত চারটার দিকে ময়মনসিংহ নগরীর জিলা স্কুলের পাশে এ ঘটনা ঘটে। তাকে নিয়েও পুলিশ অভিযানে গিয়েছিল বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাকের আহমেদ।

তিনি জানান, গত শুক্রবার ভোরে সানকিপাড়া এলাকায় জিলা স্কুলের শিক্ষক মোমেন মোর্শেদ মিল্কীকে ছুরিকাঘাত করে সিরাজী। এ ঘটনায় তাকে শুক্রবার আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

(নিউজ টোয়েন্টিফোর/নোমান/তৌহিদ)