পরীমণির ঘটনায় যা বললেন তার এলাকাবাসী ও স্বজনেরা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চার দিনের রিমান্ডে রয়েছেন আলোচিত নায়িকা পরীমণি। বুধবার রাতে বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়।

আটকের আগেই তার বাসায় র‍্যাব অভিযান চালাতে গেলে ফেসবুকে লাইভে এসে সবার সাহায্য চান তিনি। এমনকি পুলিশে ফোন করেও তিনি সাহায্য চেয়েছেন বলে লাইভে জানান। এরপর বাসা থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়।

তাকে আটক করে ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী থানায় তাকে হস্তান্তর করে র‍্যাব। এরপর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করে র‍্যাব।

পরীমণির এ ঘটনায় তার নিজের এলাকা পিরোজপুর ভাগীরথপুর এবং সিংখালি গ্রামে স্বজন ও স্থানীয় লোকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এলাকাবাসীর কেউ কেউ বলছেন, পরীমণির বর্তমান অবস্থার কারণে তারা লজ্জিত। অন্যদিকে স্বজনেরা বলছেন, পরীমণি ষড়যন্ত্রের শিকার।

তার এক শিক্ষক এক গণমাধ্যমকে বলেন, পরীমণি খুব সভ্য, শান্ত ও নম্র প্রকৃতির মেধাবী মেয়ে ছিলো। ঢাকায় যাওয়ার পরেই এই অপকর্মের জগতে পা বাড়ায় সে। কিন্তু এখানে থাকতে তার আচার-ব্যবহার খুব ভালো ছিলো।

আরও পড়ুনঃ

থাকতে চেয়েছিলেন মেসি, ক্লাব জানালো সম্ভব নয়!

বেরিয়ে আসছে পরীমনির অন্ধকার জগতের চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে ১০ শতাংশ

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টির পূর্বাভাস

স্থানীয় এক ইউপি সদস্য বলেন, গ্রামে যে পরীমণি ছিলেন আর এখন যে পরীমণি তাদের মধ্যে ব্যবধান অনেক বেশি।

এলাকাবাসী জানায়, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে পরীমণির অনেক আগ্রহ ছিলো, সব সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অংশগ্রহণ ছিলো। কয়েকবার জেলা পর্যায়েও তিনি গিয়েছেন।

news24bd.tv/ নকিব