যে বিষয়ে কথা বলতে ইসরাইল সফরে গেলেন সিআইএ প্রধান

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান বিল বার্নস এখন ইসরাইলে আলোচনার জন্য অবস্থান করছেন। কর্মকর্তারা বলছেন মূলত: ইরান নিয়ে কথা হবে।  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর বিল বার্নস সিআইএ'র পরিচালক হিসেবে দায়িত্ব নেন এবং এটিই তার প্রথম ইসরাইল সফর।

মঙ্গলবার (১০ আগস্ট) দেশটিতে পৌঁছান তিনি।

সিআইএ প্রধান বার্নস, তার তিন দিনের সফরে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ইসরাইলি মোসাদ গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নিয়া এবং অন্যান্য শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

মূল বিষয়গুলো হবে ইরানের পারমাণবিক কর্মসূচি, তেহরানের আঞ্চলিক কর্মকাণ্ড এবং ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সম্ভাব্য পররাষ্ট্রনীতি। ইব্রাহিম রাইসি একজন ইসলামী কট্টরপন্থী প্রাক্তন বিচারক। তিনি ইরানের বিচার বিভাগে কর্মরত অবস্থায় কথিত নির্যাতনে তার ভূমিকার জন্য  যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

news24bd.tv নাজিম