আফগান ইস্যুতে যা বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

আফগানরা ‘দাসত্বের শেকল ভেঙেছে। আশরাফ গনি সরকারের পতনের পর এমন কথা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানে একক জাতীয় শিক্ষাক্রম চালুর বিষয়ে ইসলামাবাদে এক অনুষ্ঠানে ইমরান খান দেশে দুটি সমান্তরাল শিক্ষাব্যবস্থার সমালোচনা করেন।

তিনি বলেন, ‘ইংরেজি মাধ্যম’ বিদ্যালয় ‘অন্য কারও সংস্কৃতি’ গ্রহণের দিকে ঠেলে দিচ্ছে পাকিস্তানকে।

ইমরান বলেন, ‘যখন আপনি কারো সংস্কৃতির সঙ্গে নিজেকে অভিযোজিত করেন তখন আপনি তা শ্রেষ্ঠ বলে বিশ্বাস করেন এবং আপনি তার দাস হয়ে যান। এটা ভাঙা কঠিন। প্রকৃত ক্রীতদাসের চেয়ে মানসিক দাসত্ব আরও বেশি খারাপ ও বিপদজনক। ’

তার কথায়, ‌‌‘অন্য সংস্কৃতি গ্রহণ করলে আপনি মনস্তাত্ত্বিকভাবে বশীভূত হন। যখন এটা ঘটে মনে রাখবেন, তা প্রকৃত দাসত্বের চেয়ে খারাপ। সাংস্কৃতিক দাসত্বের শৃঙ্খল ছুঁড়ে ফেলা কঠিন। এখন আফগানিস্তানে যা হচ্ছে, তারা শেকল ভেঙেছে দাসত্বের। ’

আরও পড়ুন: 

আফগান দূতাবাসের ১০০ কর্মীকে সরিয়ে নেবে রাশিয়া

তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাত করলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

বেলগাছে ঝুলছে চিকিৎসকের হাত বাঁধা লাশ

কাবুল বিমানবন্দরে নিহত ৫

news24bd.tv তৌহিদ