এক হাজার ১৩৩ দিন পর ৩১৩ মামলায় জামিনে কারামুক্ত ছাত্রদল নেতা ইসহাক

২০১৮ সালের ১০ জুলাই রাজধানীর বনানী থেকে গ্রেফতার হয়েছিলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। প্রায় ৩৮ মাস পর  ইসহাক সরকার জামিনে মুক্তি পেয়েছেন। পর্যাক্রমে ৩১৩ মামলার সব ক’টিতে জামিন পেলে সোমবার কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্ত হন।  

ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘দীর্ঘ ৩ বছর ২ মাস ২ দিন কারাভোগের পর জামিনে কাশিমপুর কারাগার-২ থেকে আজ রাত ৮ টা ৪০ মিনিটে জামিনে মুক্ত হন। ৩১৩ মামলার সব ক’টিতেই উচ্চ আদালত থেকে জামিন পান ইসহাক সরকার। সর্বশেষ রমনা থানার একটি মামলায় গত ১৯ জুলাই আদালত তার জামিন দেন।

news24bd.tv/আলী