‘একতরফাভাবে’ তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না পাকিস্তান

তালেবানকে আফগানিস্তানের সরকার হিসেবে ‘একতরফাভাবে’ স্বীকৃতি দেবে না পাকিস্তান। আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

তিনি আরও বলেন, পাকিস্তান এর আগে তালেবানকে স্বীকৃতি দেওয়ার তিনটি দেশের মধ্যে একটি ছিল।

তিনি বলেন, পাকিস্তান তালেবান সরকারকে গ্রহণ করার বিচ্ছিন্ন সিদ্ধান্ত নেবে না। আমরা অন্যান্য দেশের সাথে যোগাযোগ রাখছি। বিশ্বশক্তির সাথে মিল রেখে সিদ্ধান্ত নেব।

চৌধুরী বলেন, পাকিস্তান খুশি যে কাবুলে ক্ষমতা হস্তান্তর রোববার রক্তপাত ছাড়াই ঘটেছে।

আরও পড়ুন: 

আফগানদের ভবিষ্যৎ নির্ধারণে যে আহ্বান জানাল রাশিয়া

উল্টোপথে বেপরোয়া বাস, ঝরল দুই প্রাণ

ব্রিজ ভেঙ্গে খালে, নৌযান চলাচলও বন্ধ

news24bd.tv তৌহিদ