শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে দুর্বার আন্দোলনের হুমকি চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীরের ছোট ভাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, শতভাগ যাত্রী নিয়ে সব ধরনের যানপরিবহন চলছে। শপিংমল থেকে শুরু করে সিনেমা হল, হোটেল-রেস্তোরাঁ এবং পর্যটনকেন্দ্রগুলো স্বাভাবিক নিয়মেই চলছে। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান এত দিন ধরে বন্ধ রাখার কোনো যুক্তি নেই।

করোনার দোহাই দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা ‘দুরভিসন্ধিমূলক চক্রান্ত’ দাবি করে চলতি মাসের মধ্যে কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন মুফতি ফয়জুল করীম। অন্যথায় দেশব্যাপী দুর্বার গণআন্দোলনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন:

বন্ধ করা হলো ফেরি চলাচল

আশুরার ছুটি বৃহস্পতিবার না শুক্রবার জানালো মন্ত্রণালয়

নওগাঁয় পুস্তক ব্যবসায়ীদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

আফগান ইস্যু যতদিন চলবে এরাও ততদিন লাফাবে!

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

news24bd.tv/এমি-জান্নাত